• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উত্তরার সাত এভিনিউ থেকে রিকশা-লেগুনা তুলে দেয়ার ঘোষণা

আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৯, ২১:০২
মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম উত্তরার সাতটা এভিনিউ রিকশা, লেগুনা ও হিউম্যান হলার মুক্ত করার ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার (১৯ জুন) বাংলাদেশ ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এই সাতটি এভিনিউয়ে বিআরটিসির বড় বাস চলাচল করবে। সাত সেক্টরের ভেতরের সড়কে ছোট বাস চালু করা হবে।

তিনি বলেন, নগরবাসীর সুবিধার জন্যই উত্তরায় চক্রাকার বাস চালু করা হয়েছে। কিন্তু পত্রিকায় খবর এসেছে, সেসব বাস ঠিকমত চলছে না। সাতটা এভিনিউয়ে সড়ক অনেক চওড়া। চওড়া রাস্তা থাকার পরও আমরা বাসগুলো সুন্দরভাবে চালাতে পারছি না।

বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে মেয়র বলেন, আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছি। আপনারা যার যার বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূষণ রোধে খালের পাড়ে বসানো হবে সিসি ক্যামেরা
X
Fresh