logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

অর্থমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১২ জুন ২০১৯, ১১:৫৪ | আপডেট : ১২ জুন ২০১৯, ১১:৫৮
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি মঙ্গলবার বিকেলে মেডিকেল চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান। এ সময় ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে অবস্থান করেন এবং শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান। 

bestelectronics
হাসপাতালের একটি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। রাতে তিনি হাসপাতালেই অবস্থান করেন। আজ বুধবার তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন মেডিকেল চেকআপের জন্য আজ সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

আগামী ১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-’২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

এসজে/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়