• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাড়ি থামিয়ে চা-নাস্তা করায় টাঙ্গাইলে যানজট: সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৯, ১২:১৮
ছবি-সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাসের চালক ও তার সহকারীরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে চা-নাস্তা করায় ঈদযাত্রায় টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল।

আজ সোমবার (১০ জুন) সকালে মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকরা ঢাকা হয়ে উত্তরবঙ্গের পথে টাঙ্গাইলে বেশ কয়েক ঘণ্টা যানজটের কারণ জানতে চাইলে জবাবে ওবায়দুল কাদের বলেন, রাস্তার পাশে গাড়ি রেখে দীর্ঘক্ষণ চালক ও শ্রমিকরা খাওয়া দাওয়া করায় টাঙ্গাইলে বড় যানজট তৈরি হয়। এছাড়া আর তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাইওয়ে তেকে ওইসব যানবাহন বন্ধ করতে বিকল্প পথে যেতে হবে। হাইওয়েতে এখন এসব যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা বিকল্প ভাবছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh