• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিশু সদনে আনন্দেই কাটলো মেহেরুনদের ঈদ

মুক্তা মাহমুদ

  ০৬ জুন ২০১৯, ১৫:২০

এখানে কারো মা, কারো বাবা- কারো আবার বাবা-মা কেউই নেই। এমন সব সম্পর্ক ছাড়াই, রাজধানীর আজিমপুর শিশু সদনে কাটছে, এতিম শিশুদের ঈদ। আছে মা-বাবার স্নেহ-ভালোবাসা না পাওয়ার বেদনা।তারপরও এখানেই আনন্দ, এখানেই তাদের জীবন।

চাইলেই তো আর এই নশ্বর জীবনে সব মেলে না। প্রথম জীবনের ছেদে বিবর্ণ হয়েছে শৈশব। ছিন্ন হয়েছে সব সম্পর্ক। তারপরও গহীন অন্ধকার থেকে এখন উজ্জ্বলতা ছড়াচ্ছে মেহেরুন। ছোট্ট এই শিশু আলোকিত করুক, অন্ধকার পৃথিবীকে। শিশুসদনে সবার ভালোবাসায় বেড়ে ওঠুক মেহেরুন।

মেহেরুন মায়ের হাসিতে হাসতে পারেনি। বাবার আদরের স্পর্শ পায়নি। আজিমপুর শিশুসদনের মায়ের মতো মানুষদের হাসিতেই হাসতে শিখছে।

ঈদ উৎসবে আজিমপুরের সব মেহেরুন সেজেছে, নতুন সাজে। তামান্না, রিমা, শহিদ- সবার জীবনের গল্প একই!

বাবা-মায়ের মতো না পারলেও যথাসম্ভব ভালোবাসা দিয়ে বড় করতে শিশু সদন কর্তৃপক্ষের চেষ্টার কমতি নেই।

স্বজনদের ফিরে পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে হয়তো, এদের জীবনে। তারপরও জীবন থেমে থাকে না। মেহরুনদের জন্য শুভ কামনা, তারা বেড়ে উঠুক, আলোর ঝর্ণা ধারায়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh