• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভয় না পেয়ে সতর্ক থাকার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৯, ১৮:০৫

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য। জনগণের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে, তাই ভয় না পেয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর নিউমার্কেটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত কাজ এগোচ্ছে। আশা করি, দ্রুত এ ঘটনার তদন্ত শেষ হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভীতিকর পরিবেশ সৃষ্টি করা জন্য এ হামলা করা হয়েছে। তাই চক্রান্তকারীরা পুলিশের ওপর হামলা করেছে। ২০১৪ ও ২০১৫ সালে আমরা এ ভীতিকর পরিবেশ দেখেছি। জনগণকে বলবো আপনারা সতর্ক থাকুন। কিন্তু ভয় পাবে না। আমরা আপনাদের নিরাপত্তায় সচেষ্ট আছি।

এর আগে ডিএমপি কমিশনার নিউমার্কেটের বেশ কয়েকটি দোকান পরিদর্শন করেন। এসময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh