spark
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ৩৫৩৩ জন, সুস্থ হয়েছেন ১৭৯৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ইন্টার্নিকে শ্লীলতাহানির অভিযোগে ওএসডি হলেন ডা. মনিলাল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ মে ২০১৯, ১২:৫৩ | আপডেট : ২৮ মে ২০১৯, ১৩:১৪
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

গত সোমবার (২৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবু নুর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, অভিযোগকারী ইন্টার্ন চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ৪২তম ব্যাচের শিক্ষার্থী।

নাম প্রকাশ না করে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক জানান, অধ্যাপক মনিলাল আইচ লিটু এ ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন। এবারের ঘটনার দিন ওই নারী ইন্টার্ন চিকিৎসককে একা নিজ রুমে আসতে বলেন। তারপর শুরু করেন অশ্লীল বিভিন্ন গল্প। এরমধ্যে সিগারেট খাওয়ার প্রস্তাব দিলে ভিক্টিম নাকচ করেন। এক পর্যায়ে ওই নারী চিকিৎসকের শরীরে হাত দিতে থাকলে তিনি রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে রুম থেকে বের হতে বাধা দেয়া হয়। একইসাথে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখান ডা. মনিলাল।

তবে অভিযোগ অস্বীকার করে ডা. মনিলাল আইচ বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তদন্তে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৯৩৫৯০ ১০৫০২৩ ২৪৫৭
বিশ্ব ১৩৪৭৩১১১ ৭৮৬৭৮৪৬ ৫৮১৫৮৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়