logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

অপারেশন পরবর্তী চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ মে ২০১৯, ১৮:০৪ | আপডেট : ২৭ মে ২০১৯, ১৮:১০
অপারেশন পরবর্তী চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে রাজধানীর দ্বীন মোহাম্মদ আই হসপিটালে অপারেশন পরবর্তী চোখ পরীক্ষা করান তিনি।

হাসপাতালে প্রধানমন্ত্রীর চোখের গ্লুকোমা পরীক্ষা করে  ব্যবস্থাপত্র দেওয়া হয়।

ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে ৪ সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করেন।

অপারেশনের পর ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক বলেন, প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে।

প্রধানমন্ত্রী দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশংসা করে বলেন, বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও ডা. শেখ মোহাম্মদ হোসেন।

চোখের সমস্যায় গত ১৯ এপ্রিল সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীকে চোখের উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১ মে লন্ডনে গিয়ে সেখানে চোখের চিকিৎসা করান শেখ হাসিনা।

এর আগে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ৫ টাকার টিকিট সংগ্রহ করে চোখ, নাক, কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়