logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়

আরটিভি অনলাইন ডেস্ক
|  ২৬ মে ২০১৯, ২২:৩৩
ফাইল ছবি
আসন্ন ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

whirpool
আজ রোববার রাজধানীর নগর ভবনে জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান মেয়র। নগর ভবনে সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সি‌টি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এবার জাতীয় ঈদগা‌হে প্রায় ৮৫ হাজার মুস‌ল্লির নামা‌জের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌বে। ছয় হাজার ম‌হিলা মু‌স‌ল্লি নামাজ আদায় করতে পারবেন।

৪ জুন শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। আর সে অনুযায়ী পরেরদিন ৫ জুন পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে ঈদ পরের দিন হবে।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়