• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিনে-রাতে চাঁদাবাজির অভিযোগ বাবুবাজার ব্রিজে

শাহাবুদ্দিন শিহাব, আরটিভি

  ২৩ মে ২০১৯, ১২:২৬

যানজট ও চাঁদাবাজিতে অতিষ্ঠ পুরান ঢাকার বাবুবাজার সেতু এলাকার জনজীবন। সেতুর ওপর যত্রতত্র বাস থামানো আর লেগুনা-অটোরিকশার অবৈধ পার্কিং, পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। সঙ্গে যোগ হয়েছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। এসব বিষয়ে অব্যবস্থাপনা রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর উপর বাবু বাজার সেতু, যা রাজধানীর সঙ্গে দক্ষিণ বাংলার যোগাযোগের অন্যতম পথ। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।

গুরুত্বপূর্ণ এই সেতুর উপর যত্রতত্র দাড়ায় বাস। এই রুটে চলাচলকারী লেগুনা ও সিএনজি অটোরিকশা চলকরা সেতুকেই যেন স্ট্যান্ডে পরিণত করেছেন। ফলে যানজট এখানকার নিত্যদিনের সঙ্গী।

দিন-রাত সব সময় সেতুতে চলে চাঁদাবাজি, অভিযোগ স্থানীয়দের। সেতুর নিচের অবস্থা আরও করুণ। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দুর্ভোগকেই নিত্যসঙ্গী মেনে নিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সেতুর নিরাপত্তা ও স্থানীয়দের নাগরিক সেবা নিশ্চিতের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না।

সেতুর উপরে ও নিচে সব ধরনের অব্যবস্থাপনার রোধে পুলিশকে আরও তৎপর হওয়ার অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রাজধানীকে বাসযোগ্য করতে প্রয়োজনীয় সব নাগরিক সেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা নগরবাসীর।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এসএসসি পাসেই আবেদন
শপথ গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস
X
Fresh