logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

তথ্যপ্রযুক্তি আইনে ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৫ মে ২০১৯, ১৪:১৫ | আপডেট : ১৫ মে ২০১৯, ১৪:৩৬
ছবি-সংগৃহীত
লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

খাগড়াছড়ির সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় বুধবার (১৫ মে) দুপুরে বনানী থানা পুলিশ তাকে বনানী থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেন। 

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় করা ওই মামলায় ব্যারিস্টার ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বলেন, আমাদের কাছে তার নামে একটি ওয়ারেন্ট এসেছিল। আমরা শুধু ওয়ারেন্ট তামিল করে দিয়েছি।

এসজে/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়