• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আজ গরম বাড়তে পারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০১৯, ১০:২৯
ছবি-সংগৃহীত

আজ শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গরম কিছুটা বাড়তে পারে। আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে দাবদাহ। জানালেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন।

তিনি আজ শুক্রবার সকালে আরটিভি অনলাইনকে বলেন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ (শুক্রবার) কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। ফলে গরম কিছুটা বাড়বে। আর দুই থেকে তিনদিন গরম থাকবে। তারপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেসময় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৯ মিনিটে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে প্রশান্তি দেবে তেঁতুল গুড়ের শরবত
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
গরমে শিশুর যত্নে যা করবেন
X
Fresh