logo
  • ঢাকা সোমবার, ২২ জুলাই ২০১৯, ৭ শ্রাবণ ১৪২৬

মিয়ানমারে বাংলাদেশ বিমানের দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক
|  ০৯ মে ২০১৯, ১১:২৩ | আপডেট : ০৯ মে ২০১৯, ১২:৩৩
মিয়ানমারে বাংলাদেশ বিমানের দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ সবশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় মিয়ানমারে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে অনেকে আহত হয়। তবে তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। আমরা এই ঘটনা তদন্তে আজ ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, ২ জন পাইলট ও ২ জন কেবিন ক্রু ছিলেন।

দুর্ঘটনাকবলিত ওই বিমানের ১১ জনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া ১৯ জনকে বিমানবন্দরের কাছাকাছি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

শাকিল মিরাজ জানান, আহতদের ব্যাপারে যেকোনও প্রয়োজনে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে বিমান বাংলাদেশে।

তিনি বলেন, ইয়াঙ্গনে আটকা পড়া যাত্রীদের খোঁজ-খবর পেতে স্বজনরা চাইলে বিমানের হেল্পলাইন ০২৮৯০১৫৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়