• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

১২ মে থেকে সব চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার: অ্যাটকো সভাপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৯, ২৩:২৭

আগামী ১২ মে থেকে দেশের টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাবে। জানালেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী।

আজ বুধবার (৮ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনগুলোর নিরবচ্ছিন্ন সম্প্রচার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অ্যাটকোর সভাপতি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।

অ্যাটকো সভাপতি বলেন, সম্প্রতি সংবাদ শিরোনামে বিজ্ঞাপন বন্ধে হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে আমরা শঙ্কিত।

সভায় টেলিভিশন চ্যানেলগুলোর রেটিং-এর দায়িত্ব সঠিক কোম্পানিকে দেয়ার বিষয়েও আলোচনা হয়।

অঞ্জন চৌধুরী বলেন, আগামী ১২ মে একবছর পূর্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফাইনালি লঞ্চিং হতে যাচ্ছে। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন নিরবচ্ছিন্নভাবে এটা দিয়ে সম্প্রচার করতে পারি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলেন বঙ্গবন্ধু: ধর্মমন্ত্রী
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
X
Fresh