• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বেশি দাম রাখায় মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৯, ১৪:১০

ঢাকা দক্ষিণ সিটি করপোনেশনের (ডিএসসিসি) বাজার মনিটরিং টিম এবার রমজানে ভেজাল বিরোধী অভিযানে মাঠে নেমেছে। ডিএসসিসির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দেশি গরুর মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে তারা এ অভিযানে নামে। পরে ডিএসসিসির আওতাধীন সেগুনবাগিচা কাঁচাবাজারের হাজী আফজাল গোস্ত বিতানের মালিক আফজালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টিমের ভ্রাম্যমাণ আদালত। আফজাল ডিএসসিসির নির্ধারিত দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা হলেও ওই দোকানে মাংস বিক্রি করা হয় ৫৫০ টাকায়।

ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বাজার মনিটরিংয়ে ডিএসসিসির ৫টি টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। শান্তিনগর, কাপ্তানবাজার, ধরপুর ও লালবাগ এলাকায় টিম বাজার মনিটরিং করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে’
যে কারণে প্রদর্শনের উপযোগী নয় রাফির ‘অমীমাংসিত’
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
X
Fresh