• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

সংবিধান অনুযায়ী মির্জা ফখরুলের আসনের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে: স্পিকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৯, ২০:৩৪

নির্দিষ্ট সময়ে শপথ গ্রহণ না করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ মঙ্গলবার রাতে সংসদ অধিবেশন চলার সময় স্পিকার সংসদ সদস্যদের সামনে এই ঘোষণা দেন। এখন সংবিধান অনুযায়ী ওই আসনে নির্বাচনের আয়োজন করবে কমিশন।

স্পিকার বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য বা সময় বাড়ানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে কোনও চিঠি পাওয়া যায়নি। তাই সংবিধান অনুযায়ী বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

এর আগে সংসদে নিজ কার্যালয়ে সাংবাদিকদের শিরীন শারমিন চৌধুরী বলেন, এমপি হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে কোনও চিঠি আমার কাছে পৌঁছেনি। যদি ২৯ এপ্রিলের মধ্যে কোনও চিঠি সংসদ সচিবালয়ে পৌঁছে থাকে তবে তা গ্রহণ করা হবে। আর সময় চেয়ে মির্জা ফখরুল কোনও চিঠি না দিয়ে থাকলে সংবিধান অনুযায়ী ওই আসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবিধান অনুযায়ী কোনও সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে ওই আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসেবে ২৯ মার্চ সংসদ অধিবেশনের ৯০ দিন শেষ হয়।

এবারের নির্বাচনে বিএনপির নেতৃত্বে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামসহ বেশ কয়েকটি দল। এতে ৩০০ আসনের মধ্যে বিএনপি ছয়টি এবং গণফোরাম দুটি আসনে বিজয়ী হয়।

একাদশ সংসদে এখন পর্যন্ত গণফোরামের দুইজন এবং বিএনপির পাঁচজন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। তবে শপথের বিষয়ে মির্জা ফখরুল বলছেন, দলীয় সিদ্ধান্তেই কৌললের অংশ হিসেবে শপথ নিচ্ছেন না তিনি।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা: মির্জা ফখরুল
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
X
Fresh