• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সব বিভেদ ভুলে এক নৌকায় [অডিও]

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৫:৪০

ভোট দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বার একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় শামীম ওসমান বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ হবে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে জনগণ নৌকার পক্ষেই রায় দিবেন বলে আমার বিশ্বাস।

কর্মীদের নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিতে সাংবাদিকদের প্রবেশের অনুমতি থাকলে, জনগণও রাষ্ট্রের মালিক হিসেবে প্রবেশ করতে পারেন। সাংবাদিকদের খুব ভয় পান বলেও মন্তব্য করেন তিনি।

ভোটকেন্দ্রের পরিবেশে সম্পর্কে শামীম ওসমান বলেন, আমাদের জন্য নির্বাচনে জয়লাভের চেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। সেটা আমরা করতে পেরেছি। আমেরিকার নির্বাচন নিয়ে সমালোচনা হলেও, নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে কোন কথা হবে বলে জানান তিনি।

শামীম ওসমান বলেন, এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ করেছেন প্রার্থীর সঙ্গে যোগাযোগ ছাড়াই দলের স্বার্থে কীভাবে ভোট দিতে হয়। নারায়ণগঞ্জে স্বাধীনতার পক্ষ-বিপক্ষের শক্তি আছে। তবে নিউট্রাল একটা শক্তিও আছে। নিউট্রাল ভোটাররা এবার আওয়ামী লীগের পক্ষে।

এফএস / এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh