• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জায়ানের মরদেহ আসবে মঙ্গলবার: শিল্পমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০১৯, ১৫:১৯

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ মঙ্গলবার ঢাকায় আসবে। জানালেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ সোমবার শেখ সেলিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান নিহত হয়। আর এ ঘটনায় তার বাবা মশিউল হক চৌধুরী আহত হন। জায়ান তার মা–বাবা ও ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। সেখানে একটি হোটেলে উঠেছিল তারা।

তিনি বলেন, মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আপাতত দেশে আনা যাচ্ছে না। তিনি গুরুতর আহত হয়েছেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, শেখ সেলিমের মেয়ে সোনিয়াও এখন পর্যন্ত জানেন না যে তার ছেলে নেই। শ্রীলঙ্কার সরকারের সঙ্গে কথা হচ্ছে। আমাদের অ্যাম্বাসির লোকজন যোগাযোগ করছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh