• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আজ চাঁদ দেখা কমিটির জরুরি বৈঠক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৯, ১১:০৬

শাবান মাসের চাঁদ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় আবারও চাঁদ দেখা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

আজ শনিবার সকালে জরুরি সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় যারা গত ৬ এপ্রিল চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদেরও থাকতে বলা হয়েছে।

৬ এপ্রিল ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখা কমিটির সভাশেষে বলেছিলেন, ওইদিন সারাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবেবরাত পালন করা হবে।

তবে মজলিসু রুইয়াতুল হিলাল নামের একটি সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, গত ৬ এপ্রিল খাগড়াছড়িতে শাবানের চাঁদ দেখা গেছে এবং সে বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

আরসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh