• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চার মা-সন্তানের কেউ বাঁচল না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৯, ০৯:৫১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় ঘরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে একই পরিবারের দগ্ধ সবাই মারা গেছে।

গতকাল শুক্রবার রাতে ওই পরিবারের দগ্ধ শিশু ফারিয়া (৯) মারা যায়। তার শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল।

তার আগে ওই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফারিহার মা ফাতেমা বেগম (৩০), বড় ভাই সাইফ আলী বেগ রাফি (১৫) এবং ছোট ভাই সাফওয়ান আলী (১০)।

গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে গিরিধারা আবাসিক এলাকায় বাসার ফাতেমা ও তাঁর তিন শিশু সন্তান দগ্ধ হয়। পরে তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, ফাতেমার শরীরের ৯৪ শতাংশ, ছেলে সাফওয়ানের ৯৭ শতাংশ এবং রাফির ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল। তারা সবাই আশঙ্কাজনক অবস্থার মধ্যেই ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এক আগুনে স্ত্রী আর তিন সন্তানকে হারিয়ে একা হয়ে গেলেন এই পরিবারের কর্তা আব্দুর রহিম।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh