• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিকের জামিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৯, ১৭:৫৩

বনানীর এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভিরুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জামিনের আদেশ দেন।

আদালতে তাসভিরুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এহেসানুল হক সামাজী।

তিনি আদালতকে বলেন, এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এ মামলায় দণ্ডবিধির ৪৩৬ ধারা যুক্ত করা হয়েছে। কিন্তু তার মক্কেল যেহেতু ওই ভবনের নির্মাতা নন, সেহেতু তার ক্ষেত্রে ওই ধারা প্রযোজ্য হয় না।

গত ৩১ মার্চ তাসভিরুলের সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

গত ৩০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে গুলশান এলাকা থেকে তাসভীরুল ইসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০০১-২০০৬ সালের সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে ১৮ তলা এই ভবনটিকে ২৩ তলায় উন্নীত করেন তাসভীর।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের অষ্টম তলায় আগুন লাগে। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
৮ টাকার ঘুমের ইনজেকশন দিয়ে ৬০০ টাকার পেথিড্রিন
রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দিয়ে কুলি থেকে কোটিপতি
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
X
Fresh