• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় কমিশন গঠনের দাবি ড. কামালের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৯, ১২:৩১

অগ্নিদুর্ঘটনা এড়াতে সরকারের কাছে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।

ড. কামাল বলেন, ভবন নির্মাণে যে আইনগুলো রয়েছে প্রথমত সেগুলো পরীক্ষা করতে হবে, সেখানে কোনও ঘাটতি আছে কি না। এতো এতো বহুতল ভবন হয়েছে এবং হচ্ছে সেগুলো আইন মেনে নির্মাণ করা হয়েছে কিনা। সেগুলোর নকশায় কোনও ঘাটতি ছিল কিনা- বিষয়গুলো দেখতে হবে। নকশা মেনে ভবন না তৈরি করলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সেটিও নির্ধারণ করতে হবে। এছাড়া, এসব ভবনে আগুন লাগলে করণীয় কি হবে তাও নির্ধারণ করতে হবে। মানুষতো ১০-১২ তলা থেকে লাফিয়ে বাঁচতে পারবে না। সব দেশেই এমন আইন রয়েছে, আমাদেরও রয়েছে। তাই এসব বিষয়গুলো পর্যবেক্ষণে জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করতে হবে।

কমিটির বিষয়ে তিনি বলেন, সরকার যে কমিটি তৈরি করবে এতে যেন ইঞ্জিনিয়ার ও বড় মাপের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার থাকেন। তারা পরামর্শ দেবেন কীভাবে বিল্ডিং তৈরি করার সময় ফায়ার এক্সিট থাকতে হবে। এছাড়া এখন যে বিল্ডিংগুলো আছে সেগুলোর বর্তমান অবস্থাও তারা মূল্যায়ন করবেন।

তিনি বলেন, কিভাবে মানুষ আগুন থেকে বাঁচতে ঝাপ দিয়েছে, দেখলে সহ্য করা যায় না। এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। এখন এ বিষয়ে ভালোভাবে তদন্ত হওয়া দরকার।

ড. কামাল বলেন, আমরা এখানে এসে ঘটনাস্থল ঘুরে দেখলাম। আমরাও বিষয়টি অধিকতর তদন্ত করব। সব রকমের তথ্য সংগ্রহ করব।

বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে বনানীর এফ আর টাওয়ারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভবনটি থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়ে ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh