logo
  • ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯, ১ অগ্রহায়ণ ১৪২৬

প্রধানমন্ত্রীকে ফোনে শোক ও সমবেদনা জানালেন ট্রুডো

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ মার্চ ২০১৯, ১৩:০১ | আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৩:১৭
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মন্ট্রিলে দ্বিপাক্ষিক এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস হামলায় বাংলাদেশি প্রবাসীদের হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবার ওই হামলায় অল্পের জন্য বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটারদের বেঁচে যাওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন তিনি।

একইসঙ্গে হামলার তীব্র নিন্দা জানান ট্রুডো। আজ সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী। এ সময় দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে ২০ মিনিটের মতো ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৫০ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। ওই হামলায় এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা বেড়ে ৮ হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশি নিহত চারজনের মধ্যে দুজনের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তারা হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদ এবং সিলেটের জকিগঞ্জের গৃহিণী হোসনে আরা ফরিদ। অপর দু’জন হলেন- নারায়ণগঞ্জের মোহাম্মদ উমর ফারুক ও চাঁদপুরের মোজাম্মেল হক। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এই হামলাকে নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন :

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়