• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর জন্মদিনে মেয়র আনিসুল হক সড়কে বর্ণিল দেয়ালচিত্র

আরটিভি অনলাইন

  ১৭ মার্চ ২০১৯, ২০:০৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও রেলক্রসিং থেকে সাতরাস্তা মোড় পর্যন্ত মেয়র আনিসুল হক সড়কের দুই পাশের দেয়াল বর্ণিল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।

একই সঙ্গে তেজগাঁও থেকে বিশেষ পরিছন্নতা কর্মসূচির আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ রোববার বেলা ১১টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন।

ডিএনসিসির মেয়র বলেন, #লাভ ঢাকা আমাদের নতুন হ্যাশট্যাগ। আমরা যদি ঢাকাকে ভালোবাসি, তাহলে আমরা ঢাকায় ময়লা ফেলবো না, আমাদের খেলার মাঠ, পার্ক পরিচ্ছন্ন রাখবো, ফুটপাত দখলমুক্ত রাখব।

আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করবেন। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করবো, আর ঢাকা হবে প্রাচ্যের সুইজারল্যান্ডের রাজধানী।

------------------------------------
আরো পড়ুন : সিগারেট ধরাতে গিয়ে ঘরে ‘আগুন’, দগ্ধ ৩
------------------------------------

মেয়র বলেন, আসুন আমরা প্রত্যেকে আমাদের যার যা কিছু আছে তা নিয়েই যার যার অবস্থান থেকে ঢাকা শহরকে পরিষ্কার রাখি। বঙ্গবন্ধুর জন্মদিনে আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি এই দেশে, এই বাংলার মাটিতে, এই ঢাকা শহরে যেন আমরা যত্রতত্র ময়লা না ফেলি। এই হোক আজকের দিনের প্রতিজ্ঞা।

সভায় ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ আরু অনেকে বক্তব্য রাখেন।

দেয়াল চিত্রে চারুকলা ইনস্টিটিউটের ১৮০ জন শিক্ষার্থী, ২৫ জন অটিস্টিক শিশু, ৬ শতাধিক স্কুল-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
X
Fresh