• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

তামিমসহ ৩ জঙ্গির শেষ ঠিকানা জুরাইন কবরস্থান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৬, ২০:২৪

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত তামিম চৌধুরীসহ ৩ জঙ্গির মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জঙ্গিদের মরদেহ হস্তান্তর করে।

আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি অফিসার রুহুল আমিনের কাছে লাশ হস্তান্তর করে পিবিআই’র পরিদর্শক আলমগীর হোসেন।

এ বিষয়ে রুহুল আমিন জানান, আমরা ৩ জঙ্গির মরদেহ বুঝে পেয়েছি। সব প্রক্রিয়া সম্পন্ন করে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

গেলো ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি ৩ তলা বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা অভিযান চালায়। ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ নামের ওই অভিযানে নিহত হয় গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীসহ তার দু’সহযোগী।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh