• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ম্যানহোলে লিকেজ গ্যাস পাইপ থেকে বাস ও প্রাইভেট কারে আগুন, আহত ৮

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৮

রাজধানীর আসাদগেট এলাকায় ম্যানহোলে গ্যাস লাইনের কাজ করার সময় রাস্তায় চলা একটি বাস ও প্রাইভেট কারে আগুন ধরে গেলে অন্তত আট জন আগুনে পুড়ে আহত হয়েছেন। তাদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে থাকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরটিভি অনলাইনকে এভাবেই জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধানমন্ডি ২৭ এবং আসাদগেটের মাঝে সানরাইজ প্লাজার সামনের রাস্তায় হঠাৎ বাস ও প্রাইভেটকারে আগুন দেখতে পাই। সবাই বলছিল যে, নিচে গ্যাসে লাইন লিক হয়ে আগুন লেগেছে।

এ ঘটনার পর থেকে ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসাদগেট যাওয়ার সড়কটি ঘিরে রাখে ফায়ার সার্ভিস। কিছু সময়ের জন্য সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে বিপরীত দিকে মিরপুর রোডে যানচলাচল করে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারেনি ফায়ার সার্ভিস
ডেমরায় ভলভো বাসে আগুনের ঘটনা রহস্যজনক : ফায়ার সার্ভিসের ডিজি
X
Fresh