• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশি হেফাজতে সালমান মুক্তাদির

আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভিডিও ছাড়ায় সালমান মুক্তাদির বেশ বিতর্কিত। সমালোচিত এই ইউটিউবারকে নিয়ে গণমাধ্যমে বেশ লেখালেখি হয়েছে। বিতর্কের জেরে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে স্ট্যাটাস দেন। সালমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে জানান তিনি।

এবার সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে দেশের সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার ডিএমপি এর সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে বিকেল ৪টার দিকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি গানের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি অশ্লীলতার দায়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি।

জিএ/ এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হারালেন অভিনেত্রী শেহতাজ
X
Fresh