• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারসহ রাজধানীতে বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬

যান্ত্রিক ত্রুটির কারণে সাভারসহ রাজধানীর বেশ কয়েক স্থানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস সূত্রে জানা যায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জানা যায়, আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমণ্ডি, কলাবাগান, আজিমপুর ও হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে গ্যাস নেই।

জিটিসিএল সিস্টেম ডিপার্টমেন্ট অপারেশন বিভাগের (উত্তর) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার ভালভটি নষ্ট হয়। ভালভ পরিবর্তনের চেষ্টা চালানো হচ্ছে। আগামীকাল রোববার থেকে হয়তো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে বহুজাতিক ৭ কোম্পানি
ফের দাম কমলো এলপি গ্যাসের 
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
আবারও বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম
X
Fresh