• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর ৬৬ শতাংশ ভবন নিয়মবহির্ভূতভাবে নির্মিত: গণপূর্তমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৯

রাজধানীতে রাজউকের ৬৬ শতাংশ ভবনই নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) এক জরিপে এ তথ্য উঠে আসে।

রোববার (৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এ তথ্য জানান।

সংসদকে মন্ত্রী আরও জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজউকের আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ২ লাখ ৪ হাজার ১০৬টি ভবন জরিপ করা হয়। এতে পূর্বনির্মিত ১ লাখ ৯৫ হাজার ৩৭৬টি ভবনের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৫৮৩টি (৬৭.৩৫%) ভবনের বিভিন্ন ধরনের ব্যত্যয় পাওয়া গেছে এবং নির্মাণাধীন ৮ হাজার ৭৩০টি ভবনের মধ্যে ৩ হাজার ৩৪২টি (৩৮%) ভবনের অনুমোদিত নকশায় ব্যত্যয় পাওয়া গেছে।

তিনি জানান, জরিপকৃত ভবনের মধ্যে মোট ১ লাখ ৩৪ হাজার ৯২৫ টিতে (৬৬%) অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে সংসদ কার্য মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মের হক বলেন, দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে বিভাগীয় তদন্ত করে ১২ জনকে সাজা প্রদান করা হয়েছে।

তাছাড়া তিন জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান ও ৪৩ জনকে সতর্ক বা অব্যহতি প্রদান করা হয়েছে বলেও সংসদে জানান তিনি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
রাজউকের নতুন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান
X
Fresh