• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ পেলেই ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৫

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী। এ ধরনের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকের।

মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আইন বহির্ভূত হত্যা বা অত্যাচার যাই হোক না কেনো, সরকারের নজরে আসলে ব্যবস্থা নেয়া হবে। কঠোর হস্তে তা করা হবে।

আইন বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসন প্রতিষ্ঠার পথে বিরাট প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে কোনো খবর আমাদের নজরে আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হবে। এছাড়া সংবাদপত্রে আসা বিষয়গুলোর ব্যাপারেও ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh