• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু মেডিকেলে নার্স ও তৃতীয় শ্রেণির কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্তব্যরত নার্সদের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দু’ঘণ্টা সংঘর্ষ চলার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরে বিএসএমএমইউ পরিচালকের আশ্বাসে নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। আগামী রোববার (২৭ জানুয়ারি) এ ঘটনা নিয়ে হাসপাতাল প্রশাসন বৈঠকে বসবে বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র।

জানা গেছে, বুধবার বিএসএমএমইউয়ের একজন নার্সের স্বামীকে লাঞ্ছিত করেন চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারী। এ নিয়ে প্রতিবাদ জানালে বৃহস্পতিবার সকালে নার্সদের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে তর্ক বির্তক হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরে ওই নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে চতুর্থ শ্রেণির চার কর্মচারী ইসমাইল, শরীফ, রুবেল ও জামালকে সাময়িক বরখাস্ত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ হস্তক্ষেপে সংঘর্ষ থেমে গেছে।

আরসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১
কুষ্টিয়ায় কুলখানি নিয়ে সংঘর্ষ, নিহত ১
পাবনায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
X
Fresh