• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

জামিন পেলেন না নাজমুল হুদা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

ঘুষ গ্রহণের মামলায় দণ্ডিত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে জামিন দেননি আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এই আদেশ দেন।

আদালত নাজমুল হুদার জামিন ও দণ্ড স্থগিত চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ১৩ জানুয়ারি ওই দুটি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানি করেন আইনজীবী সিগমা হুদা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা লিভ টু আপিল দায়েরের পাশাপাশি জামিন চেয়েছিলেন। কিন্ত চেম্বার আদালত জামিন না দিয়ে তার লিভ টু আপিলটি শুনানির জন্য ১৩ জানুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চে দিন ধার্য করেছেন।

মামলার বিবরণে জানা যায়, নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ২০০৭ সালের ২১ মার্চ দুদকের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় ঘুষ গ্রহণের মামলাটি দায়ের করেন।

আরো পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষিজমি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা মানা হবে না: হাইকোর্ট
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, যা জানাল মন্ত্রণালয়
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরের মামলা হাইকোর্টে স্থগিত
লাশের সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টের রুল
X
Fresh