• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দক্ষ ও আদর্শ সৈনিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে

অনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৫১

নিজেদের দক্ষ ও আদর্শ সৈনিক হিসেবে গড়ে দেশের আকাশসীমা নিরাপদ ও শত্রুমুক্ত রাখতে হবে। বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে কুর্মিটোলা সেনানিবাসে ২০১৩ সালের ৯ এপ্রিল যাত্রা শুরু করা বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীর এয়ার ক্রাফট, রাডারসহ অন্যান্য যন্ত্রাংশ জনগণের কষ্টের টাকায় কেনা। এসব ব্যবহারে দক্ষ ও যত্নবান হতে হবে। বাহিনীর সক্ষমতা সম্পর্কে যেমন দেশে, তেমনি দেশের বাইরেও সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের গড়ে তুলবেন। দক্ষতা, দেশপ্রেম, নিরলস পরিশ্রম দিয়ে দেশ ও জাতির জন্য আরো সাফল্য বয়ে আনবেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সাহসিকতাপূর্ণ অবদান বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বঙ্গবন্ধু ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এম / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh