• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসিরা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে কেন নিয়োগ দেয়া অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী তিন সপ্তাহের মধ্যে জ্যেষ্ঠ আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জনপ্রশাসন সচিব এবং নির্বাচন কমিশন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৮ নভেম্বর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন।

গত ৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন।

সেদিন তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সাকিব মাহবুব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আদালত রুল জারি করলেও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্বাচনে দায়িত্ব পালনে বাধা নেই। আদালত নিয়োগ স্থগিত করেনি। তবে রুল শুনানির পর যে রায় হবে, তাতে কোনো নির্দেশনা থাকলে তা ভবিষ্যৎ নির্বাচনের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে
রাত পোহালেই ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ বুধবার
ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত
X
Fresh