• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনের আগে জমায়েত নয়, প্রশাসনের আওতায় ইজতেমা ময়দান: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিরাপত্তার স্বার্থে নির্বাচনের আগে ইজতেমা ময়দানে কোনও ধরনের জমায়েত হবে না। আগামী এক মাস টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রশাসনের আওতায় থাকবে। এ সময়ের মধ্যে তাবলিগ জামাতের দুই পক্ষ ওখানে কোনও ধরনের কর্মকাণ্ড করতে পারবে না।

শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিদ্যমান সমস্যা সমাধানে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলিগের দুই পক্ষের মুরব্বিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ইজতেমা বন্ধ হবে না। শুধু তারিখ পরিবর্তন হবে। মুরব্বিরা দিনক্ষণ ঠিক করবেন। নির্বাচনের পরে দুপক্ষের সঙ্গে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আজকের ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হবে। এছাড়া আজকের সংঘর্ষের ঘটনায় ফৌজদারি মামলা হবে। এরপর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার ভোর থেকে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থান পরে সংঘর্ষে রূপ নেয়। এতে দুই শতাধিক আহত হয়েছেন। এছাড়া একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম ইসমাইল মণ্ডল। তার বাড়ি মুন্সিগঞ্জে।

টঙ্গীর বাটা গেইট এলাকায় ইজতেমা ময়দানের প্রবেশপথে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় সকাল থেকেই বিমানবন্দর এবং টঙ্গী ইজতেমা ময়দানের সামনের রাস্তায় যান চলাচলে বিঘ্ন হয়।

দুই পক্ষের বিবাদের কারণে পূর্ব ঘোষিত জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা পেছানোর সিদ্ধান্ত হয়। ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ ছাড়াও পুলিশের আইজি, ধর্মসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
X
Fresh