• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুক্তি পেলেন আলোকচিত্রী শহীদুল আলম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৮, ২০:৫২

জামিনে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তারের একশ’ সাত দিন পর মুক্তি পেলেন আলোকচিত্রী শহীদুল আলম।

মঙ্গলবার সকাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তার মুক্তির অপেক্ষায় ছিলেন স্বজনরা।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। এ ঘটনায় গত ৫ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে রমনা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১ নভেম্বর শহীদুল আলমের জামিন বিষয়ে শুনানি করে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

গত ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন শহীদুল আলম। সাতদিনের রিমান্ড শেষে নিম্ন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
X
Fresh