• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

‘উনারা জনসভায়, আমরা রাস্তায় হাঁপাই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৮, ১৭:২১
ছবি-সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে সমাবেশ স্থলের আশপাশের বিভিন্ন অঞ্চলে এখন তীব্র যানজট। সমাবেশে আগত বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের চাপের কারণে সৃষ্ট হয়েছে এ যানজট।

আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বাংলামটর, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, পল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। নগরবাসীর এ দুর্ভোগ এখনও অব্যাহত আছে।

যদিও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের নিয়োগ করা হয়েছে।

ব্যানার-ফেস্টুন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে অংশ নেন। এজন্য যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সমাবেশস্থল কেন্দ্রীক যানজট ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গ্রুপে রাস্তার বর্তমান যানজটের অবস্থা নিয়ে অনেকেই লিখেছেন,

একজন লিখেছেন, শাহবাগ হয়ে যারা আসবেন তো ফাঁসবেন, একঘণ্টা ধরে জ্যামে আটকে আছে বাস।

মোহাম্মদ তামিম নামের একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ৪০ মিনিটে বাংলামটর থেকে শাহবাগ আসলাম, ইচ্ছে করেই বাসে বসে আছি, দেখি ওরা আর কতক্ষণ বসায়ে রাখে।

এদিকে গুলিস্তান থেকে মিরপুর যাবে শরিফ আহমেদ নামে এক চাকরিজীবী। অনেকক্ষণ রাস্তায় যানজটে আটকে আছেন তিনি। তিনি ক্ষোভ নিয়ে বলেন, উনারা জনসভায়, আমরা রাস্তায় হাঁপাই।

অনেকে আবার জ্যামে বসে থেকে বিরক্ত হয়ে কাজের প্রয়োজনে শাহবাগ থেকে ভিন্ন গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছেন।

আরও পড়ুন :

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশের ডাক
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শনিবার
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
মিছিল নিয়ে বিএনপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
X
Fresh