• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

দিন দিন সরু হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

আরাফাতুর রহমান

  ০৫ নভেম্বর ২০১৮, ১৫:৩৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটের কারণে ধীরগতিতে ফেরি চলাচল করছে। নিত্য যানজটে যাত্রী দুর্ভোগ এখন চরম পর্যায়ে। অন্যদিকে পানি কমা ও পলি জমার কারণে দিন দিন সরু হচ্ছে ব্যস্ত এ নৌরুটটি। তাই ধীরে চলছে ফেরি। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি নৌযান চলাচল স্বাভাবিক রাখতে পদ্মায় ড্রেজিং করছেন তারা।

গত কয়েক সপ্তাহ ধরে দৌলতদিয়ার দু’টি ঘাট বন্ধ রয়েছে। অন্য চারটি ঘাট দিয়ে চলছে ফেরিতে যানবাহন পারাপার। এতে পদ্মা পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যানবাহন। ফেরিঘাট কমে যাওয়া ও পদ্মায় জেগে ওঠা চরে এমন ভোগান্তিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের যাত্রীরা।

ফেরির মাস্টাররা বলছেন, পদ্মায় নাব্যতা সংকট ও ড্রেজিং করার কারণে ফেরি চলাচলে সমস্যার পাশাপাশি স্রোতের কারণে সময় লাগছে দ্বিগুণ। নাব্যতার কারণে পানি কমে গেছে। এছাড়া ড্রেজিংয়ের কারণে কয়েকটি ঘাট বন্ধ থাকায় যাওয়া আসাতে অসুবিধা হচ্ছে।

অন্যদিকে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে এবারের ড্রেজিংয়ে ২০ লক্ষ ঘন মিটার খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়ার প্রকৌশলী শাহ আলম বলেন, আমাদের ড্রেজিংয়ের কাজ চলছে। পানি হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এ কার্যক্রম অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে চলছে যানবাহন ও যাত্রী পারাপার।

আরও পড়ুন :

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ ওভারের শ্বাসরুদ্ধকর ম্যাচে হায়দরাবাদের ১ রানের জয়
শিক্ষার্থীদের স্বস্তি দিতে ক্লাসরুম হয়ে গেল ‘সুইমিং পুল’
গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
X
Fresh