• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শনিবারের গুরুত্বপূর্ণ সংবাদ

অনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর ২০১৬, ২৩:১৩

• কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো পৃথিবীর মায়া ত্যাগ করেন।

• ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

• বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।

• ‘আমি হিমালয় দেখিনি, দেখেছি শেখ মুজিবকে। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম দেখায় এমনটাই উচ্চারিত হয়েছিল সমাজতান্ত্রিক বিশ্বের প্রাণপুরুষ ফিদেল কাস্ত্রোর কণ্ঠে।

• আলোচনা ছাড়া একতরফা নির্বাচন কমিশন গঠন নয়। বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

• সীমান্তে দুর্গম এলাকা দিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুপ্রবেশ করা এসব রোহিঙ্গা মুসলিমদের আন্তর্জাতিক আইনানুসারে সরকার জরুরি চিকিৎসা ও মানবিক সহযোগিতা করছে বলেও জানান তিনি।

• মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধে প্রতিবেশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিবাদ করা উচিত। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন।

• রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি হরতাল পালন করা হবে। এমন ঘোষণা দিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

• এলাকার মানুষকে বিশ্বমানের সুযোগ সুবিধা দিতেই মোরশেদ আলম কমপ্লেক্স তৈরি করা হয়েছে। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।

• আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার আহ্বান জানালেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। সে সঙ্গে মিশিগান ও পেনসিলভেনিয়ায় ভোট গণনার অনুরোধ জানান তিনি।

• সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে উঠলো বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয়বার এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো লাল-সবুজের দল।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh