• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

২৭৪ বিচারক-কর্মকর্তার রদবদল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ অক্টোবর ২০১৮, ১২:৪৪

জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র সহকারী জজ, সহকারী জজ ও সমমর্যাদার ২৭৪ কর্মকর্তারকে বদলি করা হয়েছে।

১ অক্টোবর (সোমবার) আইনমন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমার সরকার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের জেলা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে ৩ অক্টোবর মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন কিংবা নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্বে রয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কিংবা নির্বাচনের দায়িত্ব শেষে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

আরও পরুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেনদেন নিয়ে দ্বন্দ্ব: একযোগে বদলি হতে চান বেড়া পাউবোর ৩৭ কর্মকর্তা-কর্মচারী
রামু থানার তিন এসআইসহ ৪ জনকে একসঙ্গে বদলি  
মাদক কেনাবেচায় সংশ্লিষ্টতার অভিযোগে তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি
ব্যালটে প্রতীক ভুল, কসবা নির্বাচন কর্মকর্তা বদলি
X
Fresh