• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভেঙে গেলো ড্রিমলাইনার বিমানের ইমার্জেন্সি ডোর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৩
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বাধুনিক বিমান বোয়িং-৭৮৭ আকাশবীণার জরুরি দরজার (ইমার্জেন্সি ডোর) একটি বিশেষ অংশ (র‌্যাফট) ভেঙে পড়েছে। মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ফ্লাইটের আগে এই ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশের একটি সূত্র আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছে।

অত্যাধুনিক বিমানটি ১৯ আগস্ট দেশে আনার পর গত ৫ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। যে বিমানের নাম দেয়া হয় আকাশবীনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য মতে, এটিই সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বিমান। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানি লাগে। এটি ঘণ্টায় ৬৫০ মাইল বেগে উড়তে সক্ষম।

উদ্বোধনের এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটলো।

জানা গেছে, এক প্রকৌশলীর অদক্ষতার কারণে বিমানের জরুরি দরজা ভেঙে গেছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
X
Fresh