• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, শেষ ১১ ডিসেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪

আগামী ডিসেম্বরের শেষ সপ্তায় সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের পরিপেক্ষিতে ওই মাসের ১১ তারিখের মধ্যে সবস্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পরীক্ষা। নির্বাচনের আগেই পরীক্ষার সব ধরনের কাজ শেষ হবে। সুষ্ঠুভাবে যথাসময়ে পরীক্ষা নিতে সকল ধরনের নির্দেশনাও স্কুলে দেয়া হয়েছে।

বার্ষিক পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ নিলেও সময়সূচি ঠিক করে দেয় সংশ্লিষ্ট বোর্ড। এদিকে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা পয়লা নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর।

নির্বাচনের আগে স্কুলের বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা থাকায় উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। এ অবস্থায় অভিভাবকদের দাবি যতটা সম্ভব পরীক্ষা এগিয়ে নিয়ে আসার।
শিক্ষার্থীদের নিরাপত্তা কথা ভেবে ও পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে বোর্ড এ সিদ্ধান্তের কথা জানায়।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : মাউশি
এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
এইচএসসি হবে দুইবার, পাল্টাচ্ছে এসএসসি পরীক্ষাও
X
Fresh