• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৮, ২৩:২৩

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নীতির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী।

আবদুল হামিদ এবং শেখ হাসিনার এই বৈঠকে সংসদীয় কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

এর আগে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বঙ্গভবনে পৌঁছালে তাকেও ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh