• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঈদে বাসের অগ্রিম টিকিট ৫ আগস্ট থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জুলাই ২০১৮, ১৯:৪৯

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেয়া হবে ৫ আগস্ট রোববার থেকে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার আরটিভি অনলাইনকে জানান, এবারের ঈদের অগ্রিম টিকিট ৫ আগস্ট সকাল ছয়টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে বিক্রি হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকে ঈদ যাত্রা শুরু হবে।

এদিকে আগামী ৮ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত।

---------------------------------------------------------------
আরও পড়ুন : বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও বিক্ষোভ, বাসে আগুন
---------------------------------------------------------------

টিকিট বিক্রির সূচি অনুযায়ী ৮ আগস্ট দেয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে এবারও ২৩ কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। এছাড়া নারী যাত্রীদের জন্য থাকবে ২টি কাউন্টার। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবে।

এছাড়া ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।

২৪ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
নোংরা বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন ঢাকাবাসী! (ভিডিও)
বুবলীকে নিয়ে নতুন করে যা বললেন অপু বিশ্বাস
X
Fresh