• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

গ্যাসের সঞ্চালন চার্জ ১০ পয়সা বাড়ানো যেতে পারে: বিইআরসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৮, ১৪:২৭

গ্যাস সঞ্চালন চার্জ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল প্রতি ঘনমিটারে বর্তমানে চার্জ রয়েছে দশমিক ২৬৫৪ টাকা বা প্রায় ২৭ পয়সা। বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি দশমিক ৩৬৮১ টাকা বা প্রায় ৩৭ পয়সা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে।

আজ সোমবার রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানিতে এ মত দেয় কারিগরি কমিটি।

অর্থাৎ কমিটি গ্যাসের সঞ্চালন ব্যয় প্রতি ঘনমিটারে ১০ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।

গত ১৯ মার্চ জিটিসিএল দশমিক ৫৫৫৯ টাকা সঞ্চালন ব্যয় নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।

শুনানিতে অংশ নেন কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য আব্দুল আজিজ খান, মিজানুর রহমান, রহমান মুর্শেদ ও মাহমুদ উল হক ভুঁইয়া।

--------------------------------------------------------
আরও পড়ুন : ভ্যাট স্তর কমানোয় চাপ বাড়ছে জনগণের ওপর
--------------------------------------------------------

সার উৎপাদনে সর্বোচ্চ ৩৭২ শতাংশ ও বিদ্যুতে ২০৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। আমদানি করা উচ্চমূল্যের এলএনজির কারণে বেড়ে যাচ্ছে গ্যাসের দাম। তার প্রভাবেই কোম্পানিগুলো আকাশচুম্বী দরপ্রস্তাব করেছে বলে জানা গেছে।

এদিকে এই মতের বিরোধিতা করে দাম কমানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম।

গেলো ১৯ মার্চ জিটিসিএল দশমিক ৫৫৫৯ টাকা সঞ্চালন ব্যয় নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে। বিইআরসি ছাড়াও শুনানিতে অংশ নেন জিটিসিএল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা।

শুনানির ফলাফল ৯০ দিন পর জানা যাবে।

১৩ জুন অনুষ্ঠিত হবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি। বৃহৎ এ বিতরণ কোম্পানিটি সার উৎপাদনে সর্বোচ্চ ৩৭২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে। বর্তমানে সার উৎপাদনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম রয়েছে ২ দশমিক ৭১ টাকা। তিতাস গ্যাস ১২ দশমিক ৮০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

তবে আবাসিকে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব দেয়নি তিতাস গ্যাস। তিতাস গ্যাসের মতো একই হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে অন্য চারটি বিতরণ কোম্পানিও।

আগামী ১৪ জুন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, ১৮ জুন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, ১৯ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ২০ জুন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সর্বশেষ ২১ জুন সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি গ্রহণ করবে বিইআরসি।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনাইমুড়ীতে নতুন গ্যাস কূপের সন্ধান, আজ থেকে খনন শুরু
পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে সিটিটিসির চার্জশিট
রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
X
Fresh