• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নার্গিসকে কেবিনে নেয়া হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৬, ২০:৪০

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার কেবিনে দেয়ার কথা থাকলেও বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে স্থানান্তর করার কথা জানিয়েছেন নার্গিসের বাবা মাসুক মিয়া।

বুধবার নার্গিসের চিকিৎসক সাংবাদিকদের জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে দেয়ার সিদ্ধান্ত হয়।

হাসপাতালের চিকিৎসক ও খাদিজার পরিবার জানায়, ৩ দিন ধরে গোঙানির মতো শব্দসহ নিচু স্বরে ধীরে ধীরে কথা বলতে পারছেন নার্গিস।

চিকিৎসকরা বলছেন, পরিবারের সঙ্গ পেলে শারীরিক ও মানসিক উন্নতি দ্রুত ঘটবে। খাদিজা এখন কথা বলছেন, পরিবারের সদস্যদের চিনতে পারছেন। তবে মাঝে মাঝে চিনতে না পেরে আবার অসংলগ্ন কথা বলছেন।

মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় এ অবস্থা তৈরি হলেও ধীরে ধীরে তা সেরে যাবে বলছেন চিকিৎসকরা।

এমকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh