• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে উদ্বেগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৮, ০৯:১৪
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রতি বছরই বাংলা নববর্ষকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে থাকে।

এবার নতুন বছরকে স্বাগত জানাতে শোভাযাত্রার আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শোভাযাত্রা উপ-কমিটি।

চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন বিঘ্নিত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে শোভাযাত্রা উপ-কমিটি।

মঙ্গলবার কমিটির সভাপতি ও সদস্য সচিব সই করা এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

এতে বলা, ১৪ মার্চ থেকে চারুকলার শিক্ষার্থী, শিক্ষক ও বরেণ্য শিল্পীদের নিয়ে শোভাযাত্রার জন্য নানা সামগ্রী নির্মাণ করা হচ্ছে।

কিন্তু চলমান দুদিন ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে ব্যাপকভাবে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতিতে বলা হয়, আন্দোলনের কারণে এসব কার্যক্রম বন্ধ হয়ে আছে। এছাড়া রোববার আন্দোলনকারীদের সঙ্গে লুকিয়ে থেকে কিছু স্বার্থান্বেষী ছাত্র কিছু সামগ্রী নষ্ট করা করে দেয়।

তারা আন্দোলনকারী ও সরকারের কাছে শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতির অবসান ঘটাতে ও শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঙ্গল শোভাযাত্রায় অন্ধকার ভেদ করে আলোর বার্তা
চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু
যখন শুরু হবে মঙ্গল শোভাযাত্রা
X
Fresh