• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

দেশে পেশাদার ভিক্ষুক ৬ লাখ: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৮, ১৬:৩৬

অভাবের জন্য নয়, দেশে বর্তমানে ৬ লাখ পেশাদার ভিক্ষুক আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমার শৈশব, কৈশর এমনকি যৌবনের শুরুতে শুধু খাবারের অভাবে মানুষের মৃত্যু দেখেছি। কিন্তু অভাবের কারণে আজকে কোনো লোক মারা গেছে, এমন কোনো ঘটনা এখন শোনা যায় না। দেশের মৌলিক পরিবর্তন এসেছে, কোনো মানুষ এখন আর অভাবে মারা যাচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় এই পেশাদার ভিক্ষুকদের কোনোভাবেই পুনর্বাসন করা যাচ্ছে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জিলা স্কুল মাঠে বিকালে জনসভা
--------------------------------------------------------

এম এ মুহিত বলেন, অভাবের প্রয়োজনে বাংলাদেশে কেউ ভিক্ষা করবে না। কারণ এখন আর বাংলাদেশে ঝুপড়ি ঘর দেখা যায় না। দেশের গ্রামগুলো এখন সিলভার রং ধারণ করেছে। গ্রামের এই দৃশ্য আমাকে বিমোহিত করে।

বর্তমানে কোনো সরকারি কর্মচারী ১৬ হাজার টাকার নিচে বেতন পান না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন যারা দুর্নীতি করে এটা তাদের অভ্যাস এবং লোভ। মানুষের এই অনৈতিক অভ্যাস বা লোভ পরিবর্তন করা প্রায় অসম্ভব। তবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এসময় দুর্নীতি দমন কমিশন- দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদও বক্তব্য রাখেন।

আরও পড়ুন:

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১ 
‘শেকড়’ সিনেমার গল্পটা দুর্দান্ত: দিলারা জামান
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
X
Fresh