৭ই মার্চের ভাষণ এখনও আমাদের উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী
আরটিভি অনলাইন রিপোর্ট
| ০৬ মার্চ ২০১৮, ২২:৫৭ | আপডেট : ০৭ মার্চ ২০১৮, ০৯:৩৪

আরও পড়ুন: নকল সাপ্লাইকারী শিক্ষকদের ফায়ারিং স্কোয়াডে দেয়া উচিত: রাষ্ট্রপতি (ভিডিও)
-------------------------------------------------------- তিনি বলেন, কেউ এই ভাষণ বাজাতে চাইলে তাকে নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। আজ স্বীকৃতির মধ্য দিয়ে এই ভাষণ আবার মানুষের কাছে ফিরে এসেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, এ ভাষণের আবেদন এখনও মুছে যায়নি। যখনই এই ভাষণ শুনি, তখনই শরীরে কাঁটা দিয়ে ওঠে। এই ভাষণ এখনও আমাদের জন্য প্রযোজ্য। শেখ হাসিনা বলেন, পৃথিবীতে যত বিখ্যাত ভাষণ রয়েছে, এর মধ্যে মার্টিন লুথার কিংয়ের ভাষণটি ছাড়া বাকি সবগুলোই লিখিত। এর বাইরে একমাত্র বঙ্গবন্ধুর ভাষণটিই লিখিত নয়। এটি সম্পূর্ণ তার নিজের মনের কথা। ইতিহাসে এমন নজির বিরল। আরও পড়ুন: এসএস