• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৬, ২২:২৯

• শুক্রবার ঢাকা আসছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে ২৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

• সাহিত্যে নোবেল পেলেন মার্কিন সঙ্গীত শিল্পী বব ডিলান । এ গুণী মানুষটি ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতায় নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ পারফর্ম করেছিলেন ।

• চলে গেলেন থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুল্যাদেজ। ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে জন্মগ্রহণ করেন ভূমিবল।

• আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা ১০ এ মাশরাফি। সদ্য শেষ হওয়া ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করায় তিনি এ কৃতিত্ব অর্জন করলেন।

• রামপালে ৫ লাখ গাছ লাগাবে সরকার। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

• নার্গিসের চিকিৎসার সব খরচ সরকারের। বৃহস্পতিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে নার্গিসকে দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।

• জঙ্গিবাদে শিক্ষকরাও জড়াচ্ছেন কিনা খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে সিলেটে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

• পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন পাসের প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় হরতাল চলছে।

• ফরিদপুরে ঋণের টাকার জন্য প্রাণ গেলো স্বামী-স্ত্রীর। মৃতরা হলেন- মুদি ব্যবসায়ী মনসুর শেখ (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৫)।

• চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে অবৈধভাবে লিবিয়াগামী ৩৯ যাত্রীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

এপি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh