• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘খালেদাকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪১

খালেদা জিয়াকে সাধারণ কয়েদিদের মত রাখা হয়েছে। এটা ফরমায়েশি রায়। খালেদা জিয়াকে কারাগারে যেতেই হবে এমন বক্তব্য অনেক আগে থেকেই সরকারের নেতা-মন্ত্রীরা বলে আসছিলেন।

বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার ফলে বিএনপিতে ঐক্য আরো সুদৃঢ় হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, নির্বাচনি বৈতরণী পার হতেই আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে সাজা দিয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদার রায় এবং রায় পরবর্তী ঘটনা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
--------------------------------------------------------

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে নেয়া হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে।

মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
‘আ.লীগ সরকার তলে তলে দেশবিরোধী কাজ করছে’
‘চালের দাম কমানোর কথা বলে আরও বাড়িয়েছে সরকার’
ঈদের দিনও নেতাকর্মীদের ঘরে কান্নার রোল : রিজভী
X
Fresh